Product Detail


পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এবং সেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং এটি বাংলাদেশের সর্ব-দক্ষিণের ইউনিয়ন। এ দ্বীপের প্রচলিত নাম নারিকেল জিঞ্জিরা। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্য্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যার দৈর্ঘ্য ১২২ কি.মি পর্যন্ত বিস্তৃত।

বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং ঐতিহ্যবাহি ভ্রমনসহায়ক প্রতিষ্ঠান লতিফ হলিডেইজ এই জানুয়ারিতে গ্রুপ ট্যুরে যাচ্ছে পৃথিবীর বৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার এবং নীল জলরাশির বেষ্টিত স্বর্গতুল্য দ্বীপ - সেন্টমার্টিনে।

৫ রাত, ৪ দিন

প্যাকেজ মূল্য : ৬,৯০০/- (জনপ্রতি)

কাপল পলিসি ১৫,০০০/- টাকা (দুই জনের জন্য ৩ রাত কাপল রুম দেয়া হবে)

ভ্রমন তারিখ: ৩০ জানুয়ারী ২০২০

বুকিং শেষ: ২৫ জানুয়ারী ২০২০

? আমাদের প্যাকেজে থাকছে :-

★ সিলেট- কক্সবাজার - টেকনাফ -সিলেট ননএসি বাস সার্ভিস

★ ২ রাত কক্সবাজার, ১ রাত সেন্টমার্টিন শেয়ারে হোটেল

★ জাহাজের টিকেট

★ ছেঁড়াদ্বীপ এবং হিমছড়ি, ইনানী সাইটসিয়িং

★ সার্বক্ষণিক গাইড

? যা যা থাকছে নাঃ-

★ সকল প্রকার খাবার

★ বীচ বাইক, টিউব- ছাউনি ভাড়া, সাইকেল ভাড়া

★ সকল প্রকার ব্যক্তিগত খরচ

? যা যা সাথে নিতে হবে:-

★ জাতীয় পরিচয় পত্র (ফটেকপি)

★ ব্যক্তিগত ওষুধ

★ পাওয়ার ব্যাংক

★ গামছা এবং ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিসপত্র।

? ভ্রমনে আমরা দেখব -

? কক্সবাজারঃ

** পৃথিবীর দীর্ঘতম সাগর সৈকত

** লাবনী পয়েন্ট

** সুগন্ধা বীচ

** কলাতলী সী বীচ

** হিমছড়ি

** ইনানী বিচ

? সেন্টমার্টিনঃ-

** নাফ নদী

** টেকনাফ

** সেন্টমার্টিন সাইট সিয়িং

** ছেঁড়াদ্বীপ

** হুমায়ূন আহমেদ এর বাড়ি সমুদ্র নিবাস

 ভ্রমনের সময়সূচিঃ-

? ৩০ জানুয়ারি রাতে সিলেট থেকে সরাসরি কক্সবাজার এর উদ্দেশ্যে রওনা।

? ৩১ তারিখ সকাল ১০/১১ টার দিকে কক্সবাজার পৌছে হোটেলে চেক ইন করে সুগন্ধা, কলাতলী আর লাবনী বীচে ঘুরা এবং গোসল। বিকালে জীপে করে হিমছড়ি এবং ইনানী সাইট সিয়িং। রাতে রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড নিজ খরচে ঘুরে দেখা যাবে। রাতে বীচে বসে আড্ডা গান আর রাতের সমুদ্রের গর্জন শুনবো।

? ০১ ফেব্রুয়ারি তারিখ ভোর ৫টায় টেকনাফের উদ্দেশ্যে রওয়ানা দিব। সেন্টমার্টিন গামী শিপে করে নাফ নদী হয়ে বিশাল সাগড়ে পাড়ি দিব এবং জাহাজের পিছু নেয়া গাঙ্গচিলের উড়াউড়ি দেখে আমাদের গন্তব্যে পৌছাবো। কটেজে চেক ইন দিয়ে নীল সাগরে জলকেলি করে বিকালে আমরা পুরো নারিকেল জিঞ্জিরা (সেন্টমার্টিন বীচ) ঘুরে দেখব।রাতে জেটিতে বসে আড্ডা হবে ভরপুর।

? ২ ফেব্রুয়ারি ভোরে উঠেই আমরা বোট/ ট্রলারে ছেড়াদ্বীপ রওয়ানা দিব। দুপুর ১১ টার মধ্যে ফিরে আসতে হবে কটেজে, ঝটপট লাঞ্চ সেরে ব্যাগ গুছিয়ে শীপে চড়ে ফিরে আসবো টেকনাফ। সন্ধ্যার বাসে টেকনাফ থেকে আসবো কক্সবাজার এবং আগে বুকিং দেয়া হোটেলে রাত্রিযাপন হবে।

? ৩ ফেব্রুয়ারি তারিখ সকালে ব্যক্তিগত ভাবে ঘুরাফেরা করে ১২টার ভিতর হোটেল চেকআউট করবো। দুপুরের খাবার পর বিকালের বাসে সিলেটের উদ্দ্যেশে রওনা দিব।

? ৪ ফেব্রুয়ারি সকাল ৯ টার মধ্যে সিলেট পৌছে যার যার গন্তব্যে চলে যাবো ইনশাআল্লাহ ।

পেমেন্ট পলিসি :-

আপনি সরাসরি অফিসে এসে পেমেন্ট করতে পারবেন অথবা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। (মার্চেন্ট নাম্বার)। ৩০০০ টাকা পাঠিয়ে আসন নিশ্চিত করতে হবে। (টাকা অফেরত যোগ্য)

? বিকাশ করার পর ফোন করে নিশ্চিত করতে হবে।

? পেমেন্ট অফেরত যোগ্য ।

? [প্রাকৃতিক দূর্যোগ / অপ্রীতিকর যে কোন কারণবশতঃ লতিফ হলিডেইজ কর্তৃপক্ষ প্যাকেজ পরিবর্তন করার অধিকার রাখে]

? যেহেতু রিল্যাক্স ইভেন্ট, তাই চাইলে যে কেউ ফ্যামিলি নিয়েও এখানে এড হতে পারবেন। কনফার্মেশনের জন্য টাকা পাঠানোর আগে হোস্টের সাথে কথা বলে নেবেন ।

? দৃষ্টি আকর্ষণ : যে কোন পর্যটন স্থান আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্য্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।

? বিশেষ দ্রষ্টব্য :- ভ্রমনে যাওয়ার আগে ভালো একটা মন সঙ্গে নিয়ে যাবেন। অবশ্যই ধুমপায়িরা, অধুমপায়ি থেকে দূরে গিয়ে ধুমপান করবেন। ভ্রমনে যে কোন সমস্যা হলে সকলে মিলেমিশে তার সমাধান করবো সেক্ষেত্রে সহায়তা করবেন।

বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন-

LATIF TRAVELS

লতিফ ট্র্যাভেলস, ১০৪-১০৯ রোজ ভিউ কমপ্লেক্স, উপশহর, সিলেট।

Phone :-০১৭০৫৪৪৪১২০



 

বিঃ দ্রঃ বিক্রেতার সাথে সরাসরি সাক্ষাত করে পণ্যটি ভালোভাবে যাচাই করে নিন এবং পুরোপুরি সন্তুষ্ট হলে তারপর দাম পরিশোধ করুন। ক্রেতাসাধারণ - পণ্য বুঝে পাওয়ার পূর্বে কোনো অর্থ পরিশোধ করবেন না। বিক্রেতাগণ - অর্থ বুঝে পাওয়ার পূর্বে কোনো জিনিসপত্র পাঠাবেন না। সম্ভব হলে নিজ এলাকায় লেনদেন করুন। আপনার সহজাত বিচার-বুদ্ধি ব্যবহার করে যে কোনো প্রকার অবিশ্বাস্য অফার থেকে বিরত থাকুন ।



No comment found, be the first

Your E-mail is secure with us and never show publicly